মাছরাঙার উড়ান বজায় রাখতে তৎপর ডিজিসিএ

মাছরাঙার উড়ান বজায় রাখতে তৎপর ডিজিসিএ

মাছরাঙার উড়ান বজায় রাখতে তৎপর ডিজিসিএকর্মীদের বেতন নিয়ে জটিলতা কাটার পরদিনই সংস্থার পুনরুজ্জীবন নিয়ে আলোচনায় বসল কিংফিশার কর্তৃপক্ষ। সংস্থার সিইও সঞ্জয় আগরওয়াল শুক্রবার আধঘণ্টা বৈঠক করেন ডিজিসিএ-র প্রধান অরুণ মিশ্রর সঙ্গে। যদিও বৈঠক শেষে তিনি জানিয়েছেন এটি রুটিন আলোচনা। এখনও পর্যন্ত ডিজিসিএ-র কাছে সংস্থার তরফে কোনও পরিকল্পনা জমা দেওয়া হয়নি। ২০০৫ সালের পর থেকে কিংফিশার লাভের মুখ দেখেনি বলেই দাবি কর্তৃপক্ষের। সংস্থার আর্থিক অবস্থা ফেরাতে ভাবনাচিন্তা করছে কিংফিশার। খুব শীঘ্রই একটি পরিকল্পনা জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন বিমানসংস্থার সিইও।

অন্যদিকে, দীর্ঘ ২৫ দিন অচলাবস্থার পর কর্মীরা কাজে যোগ দেওয়ার দ্বিতীয় দিন থেকেই চাঙ্গা হতে শুরু করেছে কিংফিশারের শেয়ার সূচক। শুক্রবার কিংফিশারের শেয়ার বৃদ্ধি পেয়েছে ৫ শতাংশ। ঋণে জর্জরিত বিমান সংস্থার উচ্চপদস্থ আধিকারিক থেকে কর্মীরা সকলেই এই অগ্রগতিতে স্বভাবতই উচ্ছ্বসিত। শেয়ার বাজারে কিংফিশারের ঘরে ফেরা ক্ষুব্ধ কর্মীদের মনবল বাড়াবে বলে আশাবাদী অনেকেই।

গত সপ্তাহেই কিংফিশার লিমিটেডের লাইসেন্স বাতিল করা হয়েছিল। গতকাল বিমানকর্মীরা কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ডিজিসিএ জানিয়ে দেয়, উড়ান বজায় রাখতে সংস্থাটি সমস্ত রকম চেষ্টা চালাবে।






First Published: Friday, October 26, 2012, 18:17


comments powered by Disqus