Last Updated: Friday, October 26, 2012, 18:10
কর্মীদের বেতন নিয়ে জটিলতা কাটার পরদিনই সংস্থার পুনরুজ্জীবন নিয়ে আলোচনায় বসল কিংফিশার কর্তৃপক্ষ। সংস্থার সিইও সঞ্জয় আগরওয়াল শুক্রবার আধঘণ্টা বৈঠক করেন ডিজিসিএ-র প্রধান অরুণ মিশ্রর সঙ্গে। যদিও বৈঠক শেষে তিনি জানিয়েছেন এটি রুটিন আলোচনা। এখনও পর্যন্ত ডিজিসিএ-র কাছে সংস্থার তরফে কোনও পরিকল্পনা জমা দেওয়া হয়নি। ২০০৫ সালের পর থেকে কিংফিশার লাভের মুখ দেখেনি বলেই দাবি কর্তৃপক্ষের। সংস্থার আর্থিক অবস্থা ফেরাতে ভাবনাচিন্তা করছে কিংফিশার। খুব শীঘ্রই একটি পরিকল্পনা জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন বিমানসংস্থার সিইও।