Last Updated: April 7, 2013 18:52

পুণে ওয়ারিয়র্স-- ৯৯/৯। পঞ্জাব-- ১০০/২ (১২.২ওভার)
ম্যাচের সেরা-- মানান ভোরা।
পুণের ভরাডুবির ঐতিহ্য অব্যাহত থাকল। গতবারের লাস্ট বয়দের আইপিএল সিক্সের দ্বিতীয় ম্যাচটা হল দুঃস্বপ্নের। পুণের ঘরের মাঠে সুব্রত রায়ের দল অলআউট হল মাত্র ৯৯ রানে। যুবরাজ সিং ম্যাচের আগে চোট পাওয়ায় খেলতে পারেনি। যুবিকে ছাড়া খেলতে নেমে পুণের ব্যাটিংকে দেখে মনে হল পাড়ার কোনও টুর্নামেন্টে ওয়ারিয়র্স নাম নিয়ে খেলতে আসা একটা দল।
মাত্র ৫৩ রানের মধ্যেই অ্যাঞ্জেলো ম্যাথুজের দলের ৬ উইকেট পড়ে যায়। শেষের দিকে অভিষেক নায়ারের ২৫ রানের সৌজন্যে পুণের রান ৯৯ অবধি পৌঁছয় । দারুণ বল করেন এবারের আইপিএলে একমাত্র পাকিস্তানি রক্ত এখন ইংল্যান্ডের ক্রিকেটার আজহার মেহমুদ। আজহার নেন ১৯ রানে দুই উইকেট। প্রবীণ কুমারও দুই উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক গিলিক্রিস্ট (১৫) আউটের পরেও মাত্র ১২ ওভারের মধ্যেই সহজেই জয়ের রাস্তায় চলে যায় প্রীতি জিন্টার দল।
সৌরভ গাঙ্গুলির অবসরের পর মাইকেল ক্লার্ককে অধিনায়ক ঘোষণা করেছিল পুণে। কিন্তু চোটের কারণে ক্লার্ক ছিটকে যাওয়া পুণের অধিনায়ক এখন ম্যাথুজ। শ্রীলঙ্কার এই ক্রিকেটারকে বেশ অসহায় মনে হচ্ছে।
আইপিএল সিক্সে কিংস ইলেভেন পঞ্জাবের এটাই প্রথম ম্যাচ ছিল। অন্যদিকে দুটো ম্যাচ খেলে দুটোতেই হারল পুণে ওয়ারিয়র্স।
First Published: Sunday, April 7, 2013, 22:16