Last Updated: Saturday, May 11, 2013, 23:39
এবারের মত আইপিএল অভিযান কার্যত শেষ হয়ে গেল কিংস ইলেভেন পঞ্জাবের। শনিবার চণ্ডিগড়ে সান রাইজার্সের কাছে কিংস ইলেভেন পঞ্জাবের ৩০ রানে হারের পর একদিকে জমে গেল প্লে অফে ওঠার লড়াই, অন্যদিকে বোঝা গেল এবার প্রীতি জিন্টাকে আইপিএল থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে। আজ সান রাইজার্স জেতায় প্লে অফের লড়াইয়ে এখন অনেকটাই খোলা।