Last Updated: October 16, 2012 13:49

আইপিএলের সেই করব লড়ব জিতব রে মন্ত্রটা গায়েব। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিশ্বকাপে হিসাবে পরিচিত চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিতে নাইট রাইডার্স ডাহা ফেল।
প্রতিযোগিতার প্রথম দুটি ম্যাচে লজ্জার হারের সম্মুখীন হয়ে বিদায়ের মুখে দাঁড়িয়ে বলিউডের কিং খানের দল। দিল্লি ডেয়ারডেভিলসের পর সোমবারের অকল্যান্ড এসেস। পরপর দুটো ম্যাচে হারল গৌতম গম্ভীরের দল। মহালয়ার দিন অকল্যান্ড এসেস-এর বিরুদ্ধে ৭ উইকেটে হেরে পুজোর আগেই বিশ্বজয়ের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল নাইটদের। গত বছরও এই চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ লিগে বিদায় নিয়েছিল নাইটারা। কিন্তু এবার গম্ভীর-কালিসদের নিয়ে অনেক আশা ছিল। সেই আশা কার্যত শেষ হয়ে গেল। এখনও প্রতিযোগিতায় দুটো ম্যাচ খেলবে গম্ভীরের দল। কিন্তু প্রথম দু ম্যাচে যেভাবে হারাল নাইটরা তাতে আর কেউ এই দলটার কাছে অঘটনের স্বপ্ন দেখছে না। সোমবার নাইটরা হারল সাঁইত্রিশ বছরের আজহার মেহমুদের কাছে। একাই হারিয়ে দিল মেহমুদ। বোলিংয়ে তিন-তিনটে উইকেট। ব্যাট হাতে ৪২ বলে ৫১ ন:আ:।
First Published: Tuesday, October 16, 2012, 13:51