Last Updated: December 28, 2013 23:00
এখন আর শুধু উত্তরবঙ্গ নয় তার সঙ্গে যুক্ত হয়েছে নিম্ন অসমের চার জেলা। নিম্ন অসমের সঙ্কোশটাপু নদীর চড়কে ঘাঁটি করে শুরু হয়েছে গ্রেটার কামতাপুর আন্দোলন। কেএলওর চরমপন্থী -নরমপন্থী, আদিবাসী এবং অসম থেকে বিতাড়িত বাঙালীদের একাংশসহ বিভিন্ন সংগঠন পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে সক্রিয় হয়েছে।উত্তরবঙ্গের ছয় জেলা কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের সঙ্গে আসামের কোকরাঝড়, বঙ্গাইগাঁও, ধুবরি, গোয়ালপাড়া। এই নিয়েই শুরু হয়েছে গ্রেটার কামতাপুর মুভমেন্ট।
একসময়ের দুর্ধর্ষ উগ্রপন্থীরা ছাড়া পাওয়ার পর গড়ে তোলে কামতাপুর ডেমক্র্যাটিক লিবারেশন ফ্রন্ট। সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে দাবি পূরণের লক্ষ্যে এই ফ্রন্ট বেশিদিন কাজ করতে পারেনি। এই ফ্রন্টেই ছিল কেএলওর নরমপন্থীরা। সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে চরমপন্থীরা আন্দোলনের প্রস্তুতি নিয়েছে। সাম্প্রতিক অতীতে কয়েকটি বিস্ফোরণ ঘটিয়েছে তারা। নিম্ন অসমের বঙ্গাইগাঁওয়ে বিস্ফোরণ ঘটায় কেএলও।
আলিপুরদুয়ার, কামাক্ষ্যাগুড়ি, বারোভিসা, মালদায় বেশ কয়েকজন ব্যবসায়ীকে অপহরণ, হুমকি ও গ্রেনেড ছোঁড়া হয়। পুরোটাই করা হয় অস্ত্র সংগ্রহের জন্য টাকা তোলার কারণে। কিছুদিন আগেও কেএলওর চরমপন্থীরা উত্তরবঙ্গের জঙ্গলে থাকা গিরগিটি জাতীয় প্রাণী টোকে চোরাশিকার করে বাজারে বিক্রি করে টাকা তুলত। সেই পথ এখন কাজে আসছে না। তাই দ্বিতীয় পথে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলার দিকে আগ্রহ বাড়িয়েছে তারা। নিম্ন অসমে সঙ্কোশ টাপু নদীর চড়কে ঘাঁটি করে কেএলওর চরমপন্থী ও নরম পন্থীরা, আদিবাসীদের একটা অংশ জিসিপিএ, কেপিপ, এবং অসম থেকে বিতাড়িত বাঙালিদের একটা অংশ এই মুহূর্তে সক্রিয় পৃথক কামতাপুর রাজ্য তৈরিতে।
First Published: Saturday, December 28, 2013, 23:00