Last Updated: Saturday, December 28, 2013, 23:00
এখন আর শুধু উত্তরবঙ্গ নয় তার সঙ্গে যুক্ত হয়েছে নিম্ন অসমের চার জেলা। নিম্ন অসমের সঙ্কোশটাপু নদীর চড়কে ঘাঁটি করে শুরু হয়েছে গ্রেটার কামতাপুর আন্দোলন। কেএলওর চরমপন্থী -নরমপন্থী, আদিবাসী এবং অসম থেকে বিতাড়িত বাঙালীদের একাংশসহ বিভিন্ন সংগঠন পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে সক্রিয় হয়েছে।উত্তরবঙ্গের ছয় জেলা কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের সঙ্গে আসামের কোকরাঝড়, বঙ্গাইগাঁও, ধুবরি, গোয়ালপাড়া। এই নিয়েই শুরু হয়েছে গ্রেটার কামতাপুর মুভমেন্ট।