Last Updated: March 20, 2012 21:55

মাত্র ২৩ বছরেই ভারতীয় ক্রিকেটের ব্যাটিং অর্ডারের স্তম্ভ হয়ে উঠেছেন দিল্লির বিরাট কোহলি। পরিসংখ্যান বলছে এই মূহুর্তে সেরা ব্যাটসম্যান তিনিই। মাত্র ৮৫টি ম্যাচে ১১টি সেঞ্চুরির রেকর্ডের ধারেকাছে নেই বিশ্বের কোন ক্রিকেটারই। বিরাট কোহলির পরে আছেন লারা এবং পন্টিং। ২ জন ক্রিকেটারেরই ৮৫ ম্যাচে সেঞ্চুরির সংখ্যা ছিল ৫। কোহলির ১১টি সেঞ্চুরির মধ্যে ১০টিতেই জিতেছে ভারত। যার মধ্যে আবার ৭ টি তেই ভারত জিতেছে রান তাড়া করে।
একদিনের ক্রিকেটে স্ট্রাইক রেটের বিচারে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। ৮৬.৩১ স্ট্রাইক রেট নিয়ে। ধোনি এবং ভিভ রিচার্ডসের পর তৃতীয় স্থানে কোহলি। গড়ও ঈর্ষণীয়। ৫০.৫৬। একদিনের ক্রিকেটে ব্যাটিং গড়ের দিক দিয়ে একমাত্র বিভানের পরেই কোহলি।
First Published: Tuesday, March 20, 2012, 21:57