Last Updated: August 5, 2013 22:40

সন্ধে বেলায় গুলি চালিয়ে ঠাকুরপুকুরে সোনার দোকানে ভাকাতি। বাধা দেওয়ায় গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিতে আহত হয়েছেন ২ স্থানীয় বাসিন্দা। তাঁদের হাতে ও পেটে গুলি লেগেছে। আহতের হাসপাতেলে ভর্তি করা হয়েছে। আহত দু`জনের নাম শৌর্য ঘোষ, রাজা মালি।
First Published: Monday, August 5, 2013, 22:40