Kol fire

বস্তিতে আগুন-সংঘর্ষ, উত্তেজনা নিমতায়

বস্তিতে আগুন লাগাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার নিমতায়। নিমতার বীরহাটি এলাকায় একটি হরিজন পল্লীর পাশেই তৈরি হচ্ছে আবাসন প্রকল্প। আজ সকালে প্রকল্পের পাশে একটি জায়গায় আগুন জ্বেলে রান্না করছিলেন নির্মাণকর্মীরা।

একসময়ে ওই আগুন ছড়িয়ে পড়ে হরিজন পল্লীতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় দমকলের তিনটি ইঞ্জিন। অভিযোগ, হরিজন পল্লীর উত্তেজিত বাসিন্দারা এর পর হামলা চালান ওই নির্মীয়মান আবাসনে। ভাঙচুর করা হয় আবাসন প্রকল্পের একটি অফিসঘর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা। তাঁদের সঙ্গেও বস্তিবাসীদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহত হন তৃণমূলের যুব সভাপতি সৌম্যেন দত্তসহ পাঁচজন তৃণমূল কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিসবাহিনী।

First Published: Sunday, April 13, 2014, 22:02


comments powered by Disqus