Nimta - Latest News on Nimta| Breaking News in Bengali on 24ghanta.com
বস্তিতে আগুন-সংঘর্ষ, উত্তেজনা নিমতায়

বস্তিতে আগুন-সংঘর্ষ, উত্তেজনা নিমতায়

Last Updated: Sunday, April 13, 2014, 22:02

বস্তিতে আগুন লাগাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার নিমতায়। নিমতার বীরহাটি এলাকায় একটি হরিজন পল্লীর পাশেই তৈরি হচ্ছে আবাসন প্রকল্প। আজ সকালে প্রকল্পের পাশে একটি জায়গায় আগুন জ্বেলে রান্না করছিলেন নির্মাণকর্মীরা।