Last Updated: January 12, 2014 15:30

মহারাষ্ট্রে টোল ট্যাস্ক বাড়ার প্রতিবাদে উত্তেজনা ছড়াল কোলাপুরে। রবিবার কোলাপুরের একটি টোল প্লাজায় ভাঙচুর চালাল একদল বিক্ষোভকারী। এদিন সকালে প্রতিবাদকারীরা টোল প্লাজা ভাঙচুর চালায়। আগুনও লাগিয়ে দেওয়া হয়।
এই ঘটনায় অভিযোগ শিবসেনা সমর্থকদের বিরুদ্ধে। তাঁদের দাবি রাস্তা মেরামতির কাজ শেষ না করেই টোল ট্যাক্স বাড়ানো হয়েছে। আগামিকাল কোলাপুরে বন্ধের ডাক দিয়েছে শিবসেনা।
First Published: Sunday, January 12, 2014, 15:30