Last Updated: Wednesday, November 14, 2012, 18:18
আন্না হাজারের সমর্থন পেয়ে নতুন করে আন্দোলনে নামল মহারাষ্ট্রের কোলাপুরের আখ চাষীরা। তবে সেই আন্দোলন অবশ্য হিংসার আকার নিল। আর এতে মহারাষ্ট্রের কোলাপুরের দিওয়ালিতে নেমে এল অনিশ্চিয়তার অন্ধকার। যেখানে দিনের শেষে শুধুই পড়ে থাকল চাষীদের হাহাকার, আগুনে পোড়া পুলিসের জিপ, আর ভাঙাচোড়া বাস। যেখানে এখনও কান পাতলে দিওয়ালির শব্দবাজির বদলে শোনা যাবে পুলিসের গুলির শব্দ।