বয়সকে হার মানিয়ে ব্রাজিল যাচ্ছেন ফুটবল পাগল চট্টোপাধ্যায় দম্পতি

বয়সকে হার মানিয়ে ব্রাজিল যাচ্ছেন ফুটবল পাগল চট্টোপাধ্যায় দম্পতি

বয়সকে হার মানিয়ে ব্রাজিল যাচ্ছেন ফুটবল পাগল চট্টোপাধ্যায় দম্পতি এই নিয়ে টানা ৮ বার। গত ৭ বারের স্মৃতি এখনও তরতাজা ৮১ বছরের পান্নালাল ও ৭১ বছরের চৈতালি চট্টোপাধ্যায়ের মনে। প্রথম বার ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখতে স্পেন গিয়েছিলেন ১৯৮২ সালে। তারপর থেকে যে দেশেই বসুক না কেন ওয়ার্ল্ড কাপের আসর, সে দেশেই উড়ে যান চট্টোপাধ্যায় দম্পতি। এবারও তার অন্যথা নয়। বয়সের তোয়াক্কা না করেই ব্রাজিল যাচ্ছেন তাঁরা।

খিদিরপুরের ছোট, সরু গলিতে বাড়ি। ৩২ বছর আগে লন্ডনে বন্ধুর বাড়িতে গরমের ছুটি কাটাতে গেছিলেন তাঁরা। সেখানেই বন্ধুর উত্‍সাহে ঠিক করে স্পেনে বিশ্বকাপ দেখতে যাবেন। সেই উন্মাদনার রেশেই প্রতিবারই ছুটে যান বিশ্বকাপ চাক্ষুষ করতে। এবার ১৭ জুন কলকাতা ছেড়ে পাড়ি দিচ্ছেন ব্রাজিল উদ্দেশে। মারাদোনার হ্যান্ড অফ গড চোখে দেখার স্বর্গীয় অনুভূতি ভুলতে পারেন না। পান্নালাল জানালেন, ফুটবলের প্রতি ভালবাসা ভাষায় ব্যক্ত করার মতো নয়। মেক্সিকো, ইতালি, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, জাপান-কোরিয়া, দক্ষিণ আফ্রিকা আর এবার ব্রাজিল।

ভালবাসা থাকলে বোধহয় পয়সা কখনই বাধা হয়ে দাঁড়ায় না। কলকাতা পোর্ট ট্রাস্টের অবসরপ্রাপ্ত কর্মী পান্নালালের সংসার চলে মাসে ৭৫০০ টাকা পেনসন ও ছোটখাট শাড়ির ব্যবসায়। ৪ বছর ধরে প্রতি মাসে সঞ্চয় করেন শুধু বিশ্বকাপ দেখতে যাবেন বলে। আর প্রতিবারই সঙ্গে নেন নিজের দেশের পতাকা। তবে এবারের উন্মাদনা একেবারেই আলাদা ব্রাজিলের অন্ধ ভক্ত চট্টোপাধ্যায় দম্পতির। বললেন, "ব্রাজিল ফুটবলের মক্কা। একমাত্র ইচ্ছা ছিল ব্রাজিলে বিশ্বকাপ দেখতে যাওয়ার। জানি না পরের বার আর যেতে পারব কিনা।"


First Published: Thursday, June 12, 2014, 23:13


comments powered by Disqus