Last Updated: Thursday, June 12, 2014, 23:13
এই নিয়ে টানা ৮ বার। গত ৭ বারের স্মৃতি এখনও তরতাজা ৮১ বছরের পান্নালাল ও ৭১ বছরের চৈতালি চট্টোপাধ্যায়ের মনে। প্রথম বার ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখতে স্পেন গিয়েছিলেন ১৯৮২ সালে। তারপর থেকে যে দেশেই বসুক না কেন ওয়ার্ল্ড কাপের আসর, সে দেশেই উড়ে যান চট্টোপাধ্যায় দম্পতি। এবারও তার অন্যথা নয়। বয়সের তোয়াক্কা না করেই ব্রাজিল যাচ্ছেন তাঁরা।