Last Updated: November 11, 2012 19:23

প্রথম দিনেই রীতিমতো জমজমাট কলকাতা চলচ্চিত্র উত্সব। রবিবার ছুটির দিন সকাল থেকেই নন্দন চত্বরে ছিল সিনেমাপ্রেমীদের ভিড়। আজ থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় হীরালাল সেন মঞ্চ। এবারই প্রথম ফিল্ম মার্টের নাম বদলে করা হল হরিলাল সেন মঞ্চ। ভারতীয় সিনেমার একশো বছর এবং চলচ্চিত্রে হরিলাল সেনের অবদানের বিষয়টি মাথায় রেখেই এই নামকরণ। উত্সবের প্রথম দিন হরিলাল মঞ্চে দেখানো হয়েছে তিনটি ছবি। এই তিনটি ছবি হল- রাজা হরিশ্চন্দ্র, কালীয়মর্দন এবং জামাইবাবু। চলচ্চিত্র উত্সবের প্রথম দিনের ভিড়ই বলে দিচ্ছে আগামী দিনগুলিতে আরও সিনেমাপ্রেমীদের ভিড় উপচে পড়বে নন্দনসহ সবকটি প্রেক্ষাগৃহেই।
First Published: Sunday, November 11, 2012, 19:23