Hiralal Sen Mancha - Latest News on Hiralal Sen Mancha| Breaking News in Bengali on 24ghanta.com
সিনেমাপ্রেমীদের ভিড়ে জমজমাট চলচ্চিত্র উত্সব

সিনেমাপ্রেমীদের ভিড়ে জমজমাট চলচ্চিত্র উত্সব

Last Updated: Sunday, November 11, 2012, 19:23

প্রথম দিনেই রীতিমতো জমজমাট কলকাতা চলচ্চিত্র উত্সব। রবিবার ছুটির দিন সকাল থেকেই নন্দন চত্বরে ছিল সিনেমাপ্রেমীদের ভিড়। আজ থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় হীরালাল সেন মঞ্চ। এবারই প্রথম ফিল্ম মার্টের নাম বদলে করা হল হরিলাল সেন মঞ্চ। ভারতীয় সিনেমার একশো বছর এবং চলচ্চিত্রে হরিলাল সেনের অবদানের বিষয়টি মাথায় রেখেই এই নামকরণ।