ইমাম ভাতা বেআইনি, জানাল হাইকোর্ট

ইমাম ভাতা বেআইনি, জানাল হাইকোর্ট

ইমাম ভাতা বেআইনি, জানাল হাইকোর্ট ফের আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। ইমাম ভাতা অসাংবিধানিক এবং বেআইনি। আজ স্পষ্টভাবে একথা জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যে পদ্ধতিতে রাজ্য সরকার ইমাম ভাতার সিদ্ধান্ত নিয়েছিল সেটিকেও অসাংবিধানিক বলে উল্লেখ করেছে কলকাতা হাইকোর্ট।

আদালত জানিয়েছে রাজ্যের সিদ্ধান্তে লঙ্ঘিত হয়েছে সংবিধানের ১৪, ১৬৬ এবং ২৮২ অনুচ্ছেদ। গতবছরের ৯ এপ্রিল ইমাম ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে রাজ্য বিজেপি। আজ তারই প্রেক্ষিতে আদালত জানিয়েছে রাজ্য সরকারের ইমাম ভাতার সিদ্ধান্ত বেআইনি এবং অসাংবিধানিক। একই সঙ্গে রাজ্য বিজেপির রিট পিটিশনের প্রেক্ষিতে সরকার যে স্থগিতাদেশ চেয়েছিল, তাও আজ খারিজ করে দিয়েছে আদালত।

First Published: Monday, September 2, 2013, 16:51


comments powered by Disqus