Last Updated: May 4, 2012 22:26

রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে জুভেনাইল বন্দিদের থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। দমদম ও প্রেসিডেন্সি সংশোধনাগারে আঠের বছর বয়সের নীচে বহু বন্দি রয়েছে জানিয়ে হাইকোর্টে মামলা করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই মামলার প্রেক্ষিতেই হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেলের ডিভিশন বেঞ্চ শুক্রবার সরকারের কাছে জানতে চায় কেন ওই বন্দিদের সাধারণ সংশোধনাগারে রাখা হয়েছে।
অবিলম্বে ওই বন্দিদের জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে তুলতে হবে বলেও জানিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে কেন এভাবে বন্দি রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। একই সঙ্গে হাইকোর্ট জানতে চেয়েছে ওই বন্দিদের ক্ষতিপূরণ দেওয়া হবে না কেন। রাজ্যের সমস্ত সংশোধনাগারে কতজন জুভেনাইল বন্দি রয়েছে সেই সংখ্যা জানিয়ে আইজি কারাকে রিপোর্ট দিতে বলেছে আদালত।
First Published: Friday, May 4, 2012, 22:28