Last Updated: Friday, May 4, 2012, 22:26
রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে জুভেনাইল বন্দিদের থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। দমদম ও প্রেসিডেন্সি সংশোধনাগারে আঠের বছর বয়সের নীচে বহু বন্দি রয়েছে জানিয়ে হাইকোর্টে মামলা করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।