আমিনুল কাণ্ডে রাজ্যের কাছে হলফনামা চাইল আদালত

আমিনুল কাণ্ডে রাজ্যের কাছে হলফনামা চাইল আদালত

আমিনুল কাণ্ডে রাজ্যের কাছে হলফনামা চাইল আদালত আমিনুল কাণ্ডে রাজ্য কী ব্যবস্থা নিচ্ছে, তা হলফনামা দিয়ে জানাতে বলল কলকাতা হাইকোর্ট। আলাদাভাবে হলফনামা দিতে হবে রাজ্যের এক সিনিয়র পুলিস অফিসারকেও। আজ বিচারপতি বলেন, এটি ধর্ষণের মতো ঘটনা। অভিযুক্ত শাহাজাদা বাগ একজন পুলিসের ইনফর্মার। কিন্তু, কী ধরনের ইনফর্মার, তা এখনও স্পষ্ট নয়। তাই বাইরের কোনও সংস্থাকে দিয়ে তদন্ত করানো যেতেই পারে। আজ নির্যাতিতার সঙ্গেও কথা বলেন বিচারপতি।

First Published: Wednesday, August 21, 2013, 19:07


comments powered by Disqus