Last Updated: Thursday, April 17, 2014, 00:03
লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট গ্রহণ হবে ১২টি রাজ্যের মোট ১২১টি লোকসভা কেন্দ্রে. নির্বাচন শুরু সকাল ৭টায়. ভোট দেবে বিহার, ছত্তিসগড়, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, রাজস্থান, উত্তর প্রদেশ ও পশ্চিম বঙ্গ.