Last Updated: June 21, 2014 21:16
বাজারে আগুন লাগার ঘটনা ঠেকাতে এবার নয়া নির্দেশিকা তৈরি করে দিল কলকাতা পুরসভা। একইসঙ্গে শহরের যেসব বিপজ্জনক বাড়িতে বাজার চলছে, সেইসব বাড়ি ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। নির্দেশিকা না মানলে বাজারগুলির লাইসেন্স বাতিল করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে পুরকর্তৃপক্ষ।
নন্দরাম মার্কেট, সূর্য সেন মার্কেট সহ গত কয়েক বছরে কলকাতা পুরসভার একাধিক বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই আগুন লেগেছে শর্ট সার্কিট থেকে। সময়ে আগুন না নেভাতে পারার জন্য দায়ী করা হয়েছে দমকলকে। আবার দমকলের তরফে বলা হয়েছে পর্যাপ্ত জল না মেলার কথা। সূর্য সেন মার্কেটে আগুন লাগার পরই মেয়রের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুরসভার অধীন তিনশো আটান্নটি বাজারের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন তিনি। কী কী পদক্ষেপ নিলে আগুন লাগার ঘটনা কমানো যায়, সেবিষয়টিও মেয়রকে দেখতে বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশমতোই এরপর কলকাতা পুরসভার অধীনস্থ সবকটি বাজারে সমীক্ষা করায় কলকাতা পুরসভা। এমাসেই হাতে এসেছে, সেই সমীক্ষা রিপোর্ট। তার ওপর ভিত্তি করেই বাজারগুলির জন্য নির্দিষ্ট কিছু গাইডলাইন তৈরি করেছে পুরসভা।
1) সিইএসসি এলাকায় থাকা বাজারে বসাতে বলা হয়েছে সার্কিট মেকার।
2) বলা হয়েছে, বাজার এলাকার বাইরে নির্দিষ্ট স্থানে দাহ্য পদার্থ মজুত করতে হবে।
3) জলের অভাব মেটাতে ডিপ টিউবওয়েল থেকে দমকলকে জল নেওয়ার অনুমতি।
এছাড়াও তৈরি করা হচ্ছে তেরোটি নতুন ডিপ টিউবওয়েল। বিভিন্ন ওয়ার্ডে কাটা হচ্ছে পুকুর। একইসঙ্গে পার্ক সার্কাস, বেহালা, সন্তোষপুরে যেসব বিপজ্জনক বাড়িতে বাজার চলছে, সেইসব বাড়ি ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। ইতিমধ্যেই পুরসভার তিনটি বাজারে এই নয়া ব্যবস্থা চালু হয়েছে। মেয়র পারিষদ বাজার তারক সিং জানিয়েছেন, ধাপে ধাপে বাকি বাজারগুলিতেও এই ব্যবস্থা চালু হবে ।
First Published: Saturday, June 21, 2014, 21:16