Last Updated: Monday, May 19, 2014, 14:02
মোদি ম্যাজিকে আস্থা রেখে আজও চাঙ্গা শেয়ার বাজার। গত এগারো মাসে রেকর্ড বাড়ল টাকার দাম। আজ দিনের শুরুতে টাকার দাম হল আটান্ন টাকা সাতচল্লিশ পয়সা। শুক্রবারই পঞ্চাশ পয়সা বেড়ে রেকর্ড আটান্ন টাকা উনআশি পয়সায় দাঁড়ায়। আজও সেই ধারাই অব্যাহত রইল। দিনের শুরু থেকে চাঙ্গা শেয়ার সূচক, সেনসেক্স , নিফটি। বাজার খুলতেই সেনসেক্স বাড়ল দুশ ছিয়াত্তর পয়েন্ট। নিফটি বাড়ল পয়ষট্টি পয়েন্টের বেশি। ব্যাঙ্কিং, পিএসইউ, ক্যাপিটাল গুডসে র শেয়ারের দাম বাড়ছে আজও।