Last Updated: November 20, 2013 21:03

আলু, নুনের পর এবার সবজি। রাজ্য সরকারের মাথাব্যথার কারণ। কলকাতার দুটি বাজারে আজ থেকে কাউন্টার খুলল পুরসভা। কিন্তু চাহিদার তুলনার তা নিতান্তই সামান্য। তাই শীতের পরশ গায়ে লাগলেও সবজি বাজারে গিয়ে তা উধাও।
কমার প্রশ্নই নেই। বরং প্রতি সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। শীতের সবজি বাজারে এলেও তাতে হাত দেওয়ার জো নেই। নভেম্বর শেষ হতে চললেও তাই বাঙালির হেঁশেলে টান।
গত সপ্তাহের সঙ্গে চলতি সপ্তাহের সবজির দামের তুলনা অনেকটা এরকম...
পটল ছিল ৫০ টাকা। এখন ৬০ থেকে ৭০ টাকা।
টমেটো ছিল ৬০ টাকা। এখন ৭০ টাকা।
পেঁপে ছিল ১৫। এখন ২৫ টাকা।
উচ্ছে ছিল ৭০। এখন ৮০ টাকা।
কুমড়ো ছিল ৩০। এখন ৪০ টাকা।
ঢ্যাঁড়শ ছিল ৭৫। এখন ৮০ টাকা।
১০০ টাকারও বেশি বেরিয়ে যাচ্ছে সবজি বাজারে। তাতে ঝুলি ভরছে সামান্যই। মধ্যবিত্ত বাঙালি এখন ভারসাম্যের খেলায় ব্যস্ত।
First Published: Wednesday, November 20, 2013, 21:03