রাতের কলকাতা এখন সবচেয়ে দামী

রাতের কলকাতা এখন সবচেয়ে দামী

রাতের কলকাতা এখন সবচেয়ে দামীসস্তায় সুন্দর তকমাটা কলকাতার কাছ থেকে কেড়ে নিল রাতের কলকাতা। দেশের আটটি মেট্রোপলিসের মধ্যে রাতের টুরিস্ট ডেস্টিনেশন হিসাবে সবথেকে দামী কলকাতা। কলকাতার বুকে ঘুরতে এসে দু`জনের একরাত কাটাতে খরচ হবে ১০,১১৫টাকা। অন্যদিকে, নরেন্দ্র মোদীর আহমেদাবাদ আটটি শহরের মধ্যে সবথেকে সস্তা। রাতের আহমেদাবাদে দু`জনের খরচ ৬,৪০৬টাকা। একটি জনপ্রিয় ট্রাভেল পোর্টালের করা সাম্প্রতিক সমীক্ষাতে এই তথ্য উঠে এসেছে।

এই ট্রাভেল পোর্টাল মুম্বই, দিল্লি, কলকাতা, হায়দরাবাদ, পুণে, বেঙ্গালুরু, চেন্নাই ও আহমেদাবাদ- এই আটটি শহরের উপর সমীক্ষা চালিয়েছে।

এই সমীক্ষায় চার তারা হোটেলে থাকা, পানীয় সহ ডিনার এবং রাতের ট্যাক্সি ভাড়াকে ধরা হয়েছে।

এই সমীক্ষা অনুযায়ী হোটেল খরচ সবথেকে বেশি মুম্বইয়ে, সব থেকে কম পুণেতে। খাওয়ার খরচ সব থেকে দিল্লিতে। সব থেকে কম আহমেদাবাদে। আবার ট্যাক্সি খরচ সব থেকে বেশি চেন্নাইয়ে। সব থেকে কম মুম্বইয়ে।



First Published: Sunday, July 14, 2013, 12:34


comments powered by Disqus