বছরের শেষ সানডে- কলকাতা জুড়ে কোথাও ফান ডে, কোথাও পিকনিক ডে, কোথাও মস্তি ডে

বছরের শেষ সানডে- কলকাতা জুড়ে কোথাও ফান ডে, কোথাও পিকনিক ডে, কোথাও মস্তি ডে

বছরের শেষ রবিবার। শীতের মিঠেকড়া রোদ গায়ে মেখে সকাল থেকেই উপচে পড়া ভিড় চিড়িয়াখানা, নিকো পার্ক, ইকো পার্কে। বাঘ, শিম্পাঞ্জি দেখতে চিড়িয়াখানায় বাবা মার হাত ধরে হাজির ছোটরা। নিকো পার্ক, ইকো পার্কে আবার সংখ্যায় বেশি টিনেজাররা। রোজকার একঘেয়েমি থেকে মুক্তি পেতে ছুটির মেজাজে ভাসল শহর কলকাতা।

কড়া নাড়ছে নতুন বছর। বর্ষবরণের আগে শেষ রবিবারের ছুটি। বাতাসে শীতের কামড়। এক কথায় শহরবাসীর সোনায় সোহাগা। শীতের মিঠেকড়া রোদ গায়ে মেখে সকাল থেকেই চেনা ভিড় চিড়িয়াখানায়।

রঙিন পাখি, হাতি, জিরাফ শিম্পাঞ্জি, বাঘ দেখতে হাজির ৮ থেকে ৮০। শুধু ঘোরাই নয় একসঙ্গে জমিয়ে চলছে খাওয়া দাওয়া ।

সঙ্গে হুটোপুটিতো আছেই।

নিকো পার্কেও রবিবাসরীয় ভিড়। প্রত্যেকটি রাইডের সামনেই লম্বা লাইন।

শহরের নতুন ডেস্টিনেশন রাজারহাটের ইকো পার্ক। মূল আকর্ষণ বিশাল জলাশয়।

বছর শেষের রবিবার ছুটির মেজাজে জমজমাট শহর কলকাতা।

First Published: Sunday, December 29, 2013, 15:59


comments powered by Disqus