Last Updated: Sunday, December 25, 2011, 20:12
বড়দিনের উত্সবে অন্যরকম দিন কাটালো কলকাতা। ময়দানে শীতের রোদ গায়ে মেখে দেদার আড্ডা। উপচে পড়া ভিড় চিড়িয়াখানা, বিভিন্ন বিনোদন পার্ক বা ভিক্টোরিয়া মেমোরিয়ালে। খাওয়া দাওয়ার মেনুতে দিব্যি কেকের পাশে জায়গা করে নিয়েছে লুচি তরকারি, মোয়া। তাই নিয়েই চড়ুইভাতি। বড়দিনে ব্যস্ত শহরের এই শীত সোহাগের ছবিই তুলে ধরলেন আমাদের প্রতিনিধিরা।