Last Updated: June 1, 2013 17:23

হিমাচল প্রদেশে ঘুরতে গিয়ে খরস্রোতা বিপাশায় তলিয়ে গেলেন কলকাতা পুলিসের ট্রাফিক সার্জেন্ট ফ্রান্সিস পীযূষ মিঞ্জ। পরিবারের সদস্য এবং সহকর্মীদের সঙ্গে মানালি যাচ্ছিলেন ফ্রান্সিস। গতকাল দুপুরে হিমাচল প্রদেশের মান্ডু পৌঁছন তাঁরা। বিপাশা নদীতে স্নান করতে নামেন ফ্রান্সিস। তখনই ঘটে বিপত্তি।
স্রোতের টানে পরিবাদের সদস্যদের চোখের সামনেই নদীতে তলিয়ে যান কলকাতা পুলিসের সার্জেন্ট ফ্রান্সিস। তাঁর খোজে স্থানীয় প্রশাসনের তরফে ডুবুরি নামিয়ে তল্লাসি শুরু হয়েছে। তবে রাজ্য সরকার বা কলকাতা পুলিসের শীর্ষ কর্তাদের তরফে এখনও কোনও সাহায্য পায়নি ফ্রান্সিসের পরিবার।
First Published: Saturday, June 1, 2013, 17:23