Last Updated: Saturday, June 1, 2013, 17:23
হিমাচল প্রদেশে ঘুরতে গিয়ে খরস্রোতা বিপাশায় তলিয়ে গেলেন কলকাতা পুলিসের ট্রাফিক সার্জেন্ট ফ্রান্সিস পীযূষ মিঞ্জ। পরিবারের সদস্য এবং সহকর্মীদের সঙ্গে মানালি যাচ্ছিলেন ফ্রান্সিস। গতকাল দুপুরে হিমাচল প্রদেশের মান্ডু পৌঁছন তাঁরা। বিপাশা নদীতে স্নান করতে নামেন ফ্রান্সিস। তখনই ঘটে বিপত্তি।