পুলিসি বর্বরতার জঘন্য নজির কলকাতায়

পুলিসি বর্বরতার জঘন্য নজির কলকাতায়

পুলিসি বর্বরতার জঘন্য নজির কলকাতায় পুলিসের বিরুদ্ধে মধ্যযুগীয় বর্বরতার অভিযোগ উঠল রাতের শহরে। আর সেই ঘটনার বিরুদ্ধে সরব হলেন শাসক দলেরই কাউন্সিলার। রাত ১০টার পর পার্কসার্কাস এলাকায় এক যুবকের ওপর পুলিস কর্মীরা অকথ্য অত্যাচার চালায় বলে অভিযোগ ওঠে। অচৈতন্য অবস্থায় হাসপাতালে ভর্তি করা তাঁকে। রাতেই এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বেনিয়াপুকুর থানায় পুলিসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ষাট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।

ঘড়িতে তখন রাত সাড়ে ১০টা। পার্কসার্কাসের কাছে বেনিয়াপুকুরের রাস্তায় হঠাত্ই এক যুবককে বেধড়ক মারতে দেখেন পথচারীরা। শুধু মারধরই নয় যুবকের ওপর অকথ্য অত্যাচার চালানো হয় বলেও অভিযোগ করেন তাঁরা।
 
মারধর আর অত্যাচারে অচৈতন্য হয়ে পড়েন ওই যুবক। পরে এলাকার বাসিন্দারাই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় পুলিসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। পৌঁছন স্থানীয় তৃণমূল কাউন্সিলরও। বাসিন্দাদের সঙ্গে নিয়ে রাত ২টো নাগাদ পুলিসের বিরুদ্ধে অভিযোগ জানাতে বেনিয়াপুকুর থানায় যান তিনি। শুধু থানায় অভিযোগই শেষ নয়, ঘটনার ন্যয্য বিচার চেয়ে শুক্রবার নগরপালের সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন শাসক দলের ওই কাউন্সিলর।

First Published: Friday, July 5, 2013, 11:36


comments powered by Disqus