Last Updated: March 10, 2013 21:08

কলকাতা লাগোয়া তিনটি জেলায় এক রাতে ৭টি ডাকাতির ঘটনা ঘটল। ডাকাতদল হামলা চালাল হাওড়া ও দুই ২৪ পরগনায়। সোনার দোকান, পেট্রোল পাম্প, ওষুধের দোকান থেকে গৃহস্থ বাড়ি সব জায়গাতেই হানা দিয়েছে ডাকাতরা।
হাওড়ার বাগনানে গতকাল রাতে একাধিক জায়গায় তাণ্ডব চালালো একটি ডাকাতদল। বাগনান থানার বৈদ্যনাথপুর ও খাদিনান মোড়ে দুটি সোনার দোকানে ডাকাতি করে তারা। বাগনান থানার এনডি ব্লকের একটি বাড়িতেও ওই ডাকাতদল হানা দেয়। বাড়ির লোকেদের চিত্কারে বেগতিক বুঝে তারা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। পরে, কাছের হারোপ বাজারে একটি ওষুধের দোকানে তারা হানা দেয়। উলুবেড়িয়ার রঘুদেবপুরে একটি পেট্রোল পাম্পে হানা দেয় অন্য একটি ডাকাত দল, লুঠ করে প্রায় পাঁচ লাখ টাকা।
ডাকাতির ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহেও। খড়দহের সুখচরে এক চিকিত্সকের বাড়িতে হামলা চালায় ডাকাতরা। আট থেকে দশ জনের একটি দল দরজা ভেঙে ওই বাড়িতে ঢোকে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে আলমারি ভেঙে লুঠ করা হয় টাকা, সোনা ও হিরের গয়না।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে পুলিস ক্যাম্প থেকে ঢিল ছোড়া দুরত্বে বনমালীপুর গ্রামে একটি বাড়িতে হামলা চালায় ডাকাতরা। এলাকায় তারা ব্যাপক বোমাবাজিও করে। এলাকাবাসীর অভিযোগ, খবর দিলেও পুলিস এখনও কোনও ব্যবস্থা নেয়নি।
First Published: Sunday, March 10, 2013, 21:08