Last Updated: September 27, 2013 21:24

কলকাতা থেকে জঙ্গলমহল নতুন বাস সার্ভিস চালু করল রাজ্য সরকার। শুক্রবার মহাকরণের সামনে থেকে নতুন এই বাস সার্ভিস চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন রাতে কলকাতা থেকে বেলপাহাড়ি পর্যন্ত এসি ভলভো বাস চালাবে পরিবহণ দফতর।
ক্ষমতায় আসার পর জঙ্গলমহলের শান্তি ফেরানোই ছিল মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য। গত আড়াই বছরে জঙ্গলমহলে অশান্তির ঘটনা অনেকটাই কমেছে। জঙ্গলমহলের যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সরকার। জঙ্গলমহলে পর্যটনের ব্যবস্থাও চালু করার সিদ্ধান্ত নিয়েছে পর্যটন দফতর। সেই কারণে পর্যটন কেন্দ্রগুলোকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে।
কলকাতা থেকে জঙ্গলমহলে নিয়মিত যোগাযোগ বাড়াতেই নতুন বাস সার্ভিস চালু করল পরিবহণ দফতর।
First Published: Friday, September 27, 2013, 21:24