Last Updated: Wednesday, October 19, 2011, 20:51
কিস্তির টাকা জমা না পড়ায় বেসরকারি বাস মালিকদের বাস কেড়ে নেওয়ার পরিবহণ দফতরের হুঁশিয়ারি ঘিরে পরিবহণ শিল্পে চাঞ্চল্য। এ নিয়ে সরকারের সঙ্গে বাস মালিকদের সংঘাতের বাতাবরণ ক্রমশঃ তীব্র হচ্ছে। ২০০৯ সালের ৩১ শে জুলাই রাজ্যে পনেরো বছরের পুরনো যান বাতিল করে কলকাতা হাইকোর্ট।