Last Updated: January 9, 2014 10:20

আজ মরসুমের শীতলতম দিন। কলকাতায় পারদ নামল ১১.৩ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আপাতত কয়েকদিন জাঁকিয়ে শীতের আমেজ। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
জাঁকিয়ে শীত পড়া শহরের ছবিটা এখন দেখার মত। রঙ বাহারি শীত পোশাক পরে বাঙালিকে দিব্যি দেখাচ্ছে। বাসে ভিড় আছে ঘাম নেই, জানলা খুলে বসার ইচ্ছা নেই। জবুথবু ভাব আছে, কিন্তু কাটিয়ে উঠতে পারলেই কাজ করার ইচ্ছা বাড়ছে। ফুলকপি আছে, বাধাকপি আছে, অল্প অল্প পেটগরম আছে। তবু বাঙালি এই শীতে দিব্যি আছে। মার্কিন মুলুকের ঠাণ্ডা না হোক ১১.৩ ডিগ্রি সেলসিয়াসেই বাঙালি শীতে কাঁপছে।
First Published: Thursday, January 9, 2014, 12:46