Last Updated: March 12, 2013 21:17

গত মাসের শুরুতেই বিয়ে করেছেন। তারপরই মধুচন্দ্রিমায় উড়ে গিয়েছিলেন ইউরোপে। তাঁর শহরে ফেরার অপেক্ষায় ছিল ভক্তকূল। তবে তার থেকেও বেশি আগ্রহ ছিল কবে ফের পর্দায় ফিরবেন তিনি? অবশেষে ফিরলেন তিনি। ঝলক দিখলা জা-র শুটিং শুরু করলেন কোয়েল।
কোরিওগ্রাফার রেমো ডি`সুজার সঙ্গে ঝলক দিখলা জা-র বিচারক কোয়েল। এটাই ঝলক দিখলা জা-র প্রথম বাংলা সংস্করণ। বিচারকের আসনে বসতে স্বভাবতই কোয়েল টুইট করেন, "ঝলক দিখলা জা-র বিচারকের আসনে বসলাম, আজ থেকে শুরু করলাম শুটিং, আশা করছি তারকাদের কিছু অবিশ্বাস্য পারফরম্যান্স দেখতে পাব!:)"
First Published: Tuesday, March 12, 2013, 21:17