Last Updated: Saturday, February 2, 2013, 22:01
অবশেষে সুজিত মন্ডলের বর আসবে এখুনির নায়িকার বর এসেই গেলেন। তাজবেঙ্গলে চলছে টলিউডের রয়্যাল ম্যারেজের রিসেপশন পার্টি। শুক্রবার সকালে জমজমাট বারাতি নিয়েই উপস্থিত হলেন নিসপাল সিং রানে। পরনে শেরওয়ানি। আর রীতি মেনে মাথায় উঠল পাগড়ি, যাতে ঢাকা পড়ল নতুন বরের মুখের এক্সপ্রেসন। আর পাত্রী, তিনি এক্কেবারে রাঙা কনে বৌ। রাসবিহারীর গুরুদ্বারে সম্পন্ন হল ভবানীপুরের মল্লিকবাড়ির মেয়ে কোয়েলের বিয়ে। পাঞ্জাবি নিয়মে। বারাতি এলেন জিত্ গাঙ্গুলি, অভিনেতা জিত্, রবি কিনাগী, দেব,আরো অনেকে।