Last Updated: March 1, 2014 18:23

আইসিসিইউ-তে ভর্তি কুণাল ঘোষ। জেলের মধ্যে টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন দল থেকে সাসপেন্ড হওয়া এই তৃণমূল কংগ্রেস সাংসদ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। চিকিত্সকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল।
শিলিগুড়ির ভক্তিনগর থানায় কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা করেছিলেন এক সাংবাদিক। ওই মামলার তদন্তে আটদিনের পুলিস হেফজাতে গতকাল সন্ধেয় শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপরই আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন। এর আগে আরেকটি মামলায় গত ছাব্বিশে ফেব্রুয়ারি জলপাইগুড়িতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়েছিল কুণাল ঘোষকে। তাঁর জামিনের আবেদন নাকচ করে চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। গত বৃহস্পতিবার থেকে জলপাইগুড়ি সংশোধনাগারে অনশন করছিলেন তিনি।
First Published: Saturday, March 1, 2014, 18:23