অবশেষে সারদা কাণ্ডে গ্রেফতার তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ

অবশেষে সারদা কাণ্ডে গ্রেফতার তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ

অবশেষে সারদা কাণ্ডে গ্রেফতার তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষসারদা কাণ্ডে গ্রেফতার করা হল সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে। বিধাননগর দক্ষিণ থানায় দীর্ঘ জেরার পরে গ্রেফতার করা হয় তাঁকে। আগেই গ্রেফতারির আশঙ্কা করেছিলেন কুণাল ঘোষ। তার আগে বিধাননগর দক্ষিণ থানায় বিধাননগরের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষের বিরুদ্ধে হুমকি দেওয়া, ভয় দেখানো এবং জোর করে সম্মতি আদায়ের চেষ্টার অভিযোগে দায়ের করেন তিনি।

আজই বিধাননগর কমিশরিয়েটের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষের বিরুদ্ধে  এফআইদায়ের করেছেন কুণাল ঘোষ। হুমকি দেওয়া, ভয় দেখানো এবং জোর করে সম্মতি আদায়ের চেষ্টার অভিযোগ জানিয়েছেন বিধাননগর দক্ষিণ থানায়। কুণাল ঘোষের অভিযোগ, সারদা কাণ্ডের টাকা সংবাদমাধ্যমের বাইরে আর কোথায় রয়েছে তা না জানালে তাঁকে গ্রেফতারের হুমকি দিয়েছিলেন গোয়েন্দা প্রধান। তারপরই আজ গোয়েন্দাপ্রধানের বিরদ্ধে এফআইআর করেন কুণাল ঘোষ। এদিকে সারদা কাণ্ডের সিবিআই তদন্তের দাবি জানিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন কুণাল ঘোষ।

First Published: Saturday, November 23, 2013, 20:01


comments powered by Disqus