Last Updated: November 27, 2013 10:10

শুধু সারদাগোষ্ঠী নয়, রাজ্যে এমন বহু চিটফান্ড সংস্থা থেকেই টাকা নিয়েছেন তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা-নেত্রীরা। কুণাল ঘোষ সত্যি বলে ফেলাতেই তড়িঘড়ি তাঁকে জেলে পুরে দেওয়া হল। টেলিফোনে চব্বিশ ঘণ্টাকে এই প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
এর আগে গতকাল কুণাল ঘোষের সারদার গোপন তথ্যের ভিডিও ২৪ ঘণ্টায় সম্প্রচারিত হওয়ার পর রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। কুণাল ঘোষ গ্রেফতার হওয়ার ঠিক আগে সেই ভিডিওতে চাঞ্চল্যকর সব কথা জানালেন। রাজ্যের পরিবহণ মন্ত্রী মদন মিত্র থেকে সাংসদ শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে সারদা কেলেঙ্কারিতে জড়িয়ে থাকার অনেক গোপন কথা বললেন। বাদ গেল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও। কুণাল ঘোষ সেই ভিডিওতে বলেন, সারদা প্রধান সুদীপ্ত সেন, রোজভ্যালির প্রধান গৌতম কুণ্ডুর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এক নজরে দেখে নেওয়া যাক গ্রেফতার হওয়ার আগে সেই ভিডিওতে সুদীপ্ত সেন ঠিক কী বলেছিলেন---
First Published: Wednesday, November 27, 2013, 12:53