``আমি নির্দোষ। প্রকৃত দোষী মুকুল রায়, মদন মিত্র``

``আমি নির্দোষ। প্রকৃত দোষী মুকুল রায়, মদন মিত্র``

``আমি নির্দোষ। প্রকৃত দোষী মুকুল রায়, মদন মিত্র``এজলাসের মধ্যে ক্ষোভে ফেটে পড়লেন কুনাল ঘোষ। শ্রীরামপুর আদালতে তোলা হলে কুনাল ঘোষ প্রথমেই বিচারকের কাছে অনুমতি চান। বিচারক অনুমতি দেওয়া মাত্রই কুনাল ঘোষ বলেন, তাঁকে রাজনৈতিক কারণে ফাঁসানো হয়েছে। তিনি চক্রান্তের শিকার। তিনি নির্দোষ। প্রকৃত দোষী মুকুল রায়, মদন মিত্র।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষী বলে এজলাসের ভিতর বলতে শুরু করেন কুনাল ঘোষ। এই বক্তব্যের পরেই এজলাসের ভিতরেই গণ্ডগোল শুরু হয়ে যায়। কুনাল ঘোষের আইনজীবী বলতে চাইলেও তিনি তার বক্তব্য পেশ করতে পারেননি। তড়িঘড়ি তাকে বের করে নিয়ে যাওয়া যায়।

গতকাল কুণাল ঘোষকে নিয়ে আরামবাগ মহকুমা আদালত চত্বরে তুলকালাম হয়৷ এক আমানতকারীর অভিযোগের ভিত্তিতে কুণালবাবুর বিরুদ্ধে মামলা হয় আগেই৷ সেই মামলার সূত্রেই তাঁকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়৷ আদালত কক্ষে প্রবেশের সময় সাংবাদিকরা কুণালবাবুর সঙ্গে কথা বলতে চাইলে পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে৷ পুলিশ সাংবাদিকদের ধাক্কাধাক্কি করে , দু’-এক জনকে মারধরও করে৷

First Published: Tuesday, June 3, 2014, 20:23


comments powered by Disqus