Last Updated: December 23, 2013 18:58
আর গোপন জবানবন্দি দিতে চান না কুণাল ঘোষ। আজ তাঁর আইনজীবী বিধাননগর আদালতে এই আর্জি জানান। তাঁর আর্জির পরিপ্রেক্ষিতে আগামী ২৭ ডিসেম্বর শুনানি হবে । এর আগে কুণাল ঘোষের গোপন জবানবন্দি দেওয়ার আর্জি মঞ্জুর করেছিল আদালত।
সারদাকাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ আর গোপন জবানবন্দি দিতে রাজি নন বলে সোমবার বিধাননগর মহকুমা আদালতে অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানিয়েছেন৷ কুণাল ঘোষের আইনজীবী সৌম্যজিত্ রাহা জানিয়েছেন, তাঁদের আবেদনের প্রেক্ষিতে ২৭ ডিসেম্বর শুনানি৷ সে দিনই তাঁরা জানাবেন, কেন কুণাল গোপন জবানবন্দি দিতে চাইছেন না৷
First Published: Monday, December 23, 2013, 19:00