Last Updated: February 1, 2014 21:11

সারদাকাণ্ডে জেলবন্দি, রাজ্যসভার তৃণমূল সাংসদ কুণাল ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য সরকারের আইনজীবী। প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়া হোক কুণাল ঘোষকে, এই মর্মে আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। তাঁর যুক্তি ছিল, রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ রাজ্যসভার একাধিক কমিটির সদস্য। তিনি বিশিষ্ট সাংবাদিক এবং লেখক।
সেকারণে তাঁকে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়া হোক। তবে এই দাবির বিরোধিতা করেন সরকারি আইনজীবী। তিনি বলেন, প্রথম শ্রেণির বন্দির মর্যাদা পাওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নেই কুণাল ঘোষের। সবপক্ষের বক্তব্য শোনার পর এবিষয়ে নির্দেশ দান স্থগিত রেখেছেন বিচারক।
First Published: Saturday, February 1, 2014, 21:11