Last Updated: December 1, 2013 22:33

রাজ্যের চালে কুপোকাত কুণাল ঘোষ। সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদ গোপন জবানবন্দি দিতে ইচ্ছুক হলেও, আইনি জটিলতায় সোমবার তা সম্ভব হচ্ছে না।
কুণাল ঘোষের গোপন জবানবন্দি গ্রহণের নির্দেশ দেয় বিধাননগর আদালত। সোমবার সেই গোপনজবানবন্দি নেওয়ার দিন স্থির হয়। নিয়ম অনুযায়ী, গোপনজবানবন্দি যিনি দেবেন, তাঁকে ৪৮ ঘণ্টা আগে থেকে জেলের অন্যান্য কয়েদীদের থেকে আলাদা রাখার নিয়ম।
এই মুহূর্তে সাতদিনের পুলিস হেফজতে রয়েছেন কুণাল ঘোষ, হাওড়া আদালতের নির্দেশে। সেক্ষেত্রে গোপনজবানবন্দির নিয়ম মেনে সোমবার নেওয়া সম্ভব নয় কুণাল ঘোষের। গোপনজবানবন্দি নিয়ে আইনি জটিলতা হতে চলেছে। শুক্রবারই রাজ্যের তরফে গোপন জবানবন্দিতে স্থগিতাদেশ চেয়ে আর্জি জানানো হয়। সময়ের অভাবে ওই দিন ওই আর্জি গৃহীত হয়নি। বিচারক সোমবার ওই আর্জি ফের জানাতে বলেছেন।
First Published: Sunday, December 1, 2013, 22:33