Last Updated: November 5, 2013 22:42

দলের তরফে সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদ কুণাল ঘোষের সঙ্গে একান্তে বৈঠক করলেন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। সারদাকাণ্ডে কেন্দ্রীয় সংস্থা ইডি ও এসএফআইও-র তদন্ত চলাকালীন এই বৈঠক তাই যথেষ্টই তাত্পর্যপূর্ণ। কেন না এই দুই সংস্থাই ইতিমধ্যে সাংসদ কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে।
সারদা ইস্যুতে প্রকাশ্যে বক্তব্য রেখে দল থেকে সাসপেন্ড হয়েছিলেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। এরপর দফায় দফায় তাঁকে বিধাননগরের পুলিসও যেমন জিজ্ঞাসাবাদ করেছে, তেমনই জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ও এসএফআইও বা সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অর্গানাইজেশন। যে তদন্তের সূত্রে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসকে বেশ অস্বস্তিতে ফেলেছেন কুণাল ঘোষ। এবার সেই অস্বস্তি আরও বাড়ার সম্ভাবনা তাঁর সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই একান্ত বৈঠকে। মন্ত্রক সূত্রে খবর, তদন্তকারী সংস্থাকে যা তিনি বলতে পারছিলেন না, তাই সরাসরি জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে।
সারদাকাণ্ডে প্রথম থেকেই শাসক দলের নেতা, মন্ত্রী ও সাংসদদের নাম জড়িয়েছে। কুণাল ঘোষের মাধ্যমে তার কোনও তথ্য-প্রমান কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে পৌঁছলে তা চরম অস্বস্তির হতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে।
First Published: Tuesday, November 5, 2013, 22:42