রাজকন্যাকে বাস্তবের রুক্ষ মাটিতে আছড়ে ফেলে চ্যাম্পিয়ন কিতোভা

রাজকন্যাকে বাস্তবের রুক্ষ মাটিতে আছড়ে ফেলে চ্যাম্পিয়ন কিতোভা

রাজকন্যাকে বাস্তবের রুক্ষ মাটিতে আছড়ে ফেলে চ্যাম্পিয়ন কিতোভা--------------------------------
একেবারে শেষ ধাপে এসে থেমে গেল রাজকন্যার স্বপ্নের দৌড়। ফাইনালে হার মানতে হল এই মুহূর্তে বিশ্ব টেনিসের সবচেয়ে আলোচিত নাম ইউজেনি বুশার্ডকে। শনিবার অল ইংল্যান্ড ক্লাবের ঐতিহ্যের সেন্টার কোর্টে কানাডার ইউজেনি স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হলেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কিতোভা। রাজকন্যাকে বাস্তবের রুক্ষ মাটিতে আছড়ে ফেলে চ্যাম্পিয়ন কিতোভা
এই নিয়ে দ্বিতীয়বার উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতলেন কিতোভা। চোটের কারণে একসময় কেরিয়ার শেষ হতে চলা কিতোভা জয়ের পর কেঁদেই ফেললেন। অন্যদিকে, নতুন শারাপোভার তকমা পাওয়া কিতোভার চোখ ছলছল। ফাইনালের চাপ নিতে পারলেন না কানাডার ২০ বছরের কানাডিয়ান এই টেনিস সুন্দরী।
রাজকন্যাকে বাস্তবের রুক্ষ মাটিতে আছড়ে ফেলে চ্যাম্পিয়ন কিতোভা
২০১১ সালের উইম্বলডন টেনিসে চ্যাম্পিয়ন কিতোভার কাছে এদিন শুরু থেকেই বেশ চাপে ছিলেন বুশার্ড। প্রথম সেটে ৬-৩ হারের পর, আর দাঁড়াতেই পারেননি বুশার্ড। দ্বিতীয় সেটে কোনও গেমেই জিততে পারেননি। হারলেও অবশ্য আজ গোটা ইংল্যান্ড জুড়ে তাঁকে নিয়েই ছিল আলোচনা।

First Published: Saturday, July 5, 2014, 20:32


comments powered by Disqus