Last Updated: Saturday, July 5, 2014, 20:32
একেবারে শেষ ধাপে এসে থেমে গেল রাজকন্যার স্বপ্নের দৌড়। ফাইনালে হার মানতে হল এই মুহূর্তে বিশ্ব টেনিসের সবচেয়ে আলোচিত নাম ইউজেনি বুশার্ডকে। শনিবার অল ইংল্যান্ড ক্লাবের ঐতিহ্যের সেন্টার কোর্টে কানাডার ইউজেনি স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হলেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কিতোভা।