যোগ্য প্রার্থীর অভাব, অধ্যক্ষ পদের শূন্যস্থান পূরণে নাকাল কলেজ সার্ভিস কমিশন

যোগ্য প্রার্থীর অভাব, অধ্যক্ষ পদের শূন্যস্থান পূরণে নাকাল কলেজ সার্ভিস কমিশন

যোগ্য প্রার্থীর অভাব, অধ্যক্ষ পদের শূন্যস্থান পূরণে নাকাল কলেজ সার্ভিস কমিশনপ্রয়োজনীয় যোগ্য প্রার্থী খুঁজে পায়নি স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার একই অবস্থা কলেজ সার্ভিস কমিশনের। কলেজের অধ্যক্ষ পদের ইন্টারভিউয়ের প্যানেল তৈরি করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে কমিশনকে। সমস্যা প্রার্থীর আকাল। ফলে সমস্ত শূন্য অধ্যক্ষ পদ পূরণ করা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ।

১২ তারিখই শেষ হয়েছে অধ্যক্ষ পদের নিয়োগের আবেদনপত্র জমা দেওয়ার দিন। শূন্য পদ প্রায় ২০০। কলেজ সার্ভিস কমিশনের তথ্য বলছে, আবেদনপত্র জমা পড়েছে ৩১৫। কমিশনের নিয়ম, মোট শূন্যপদের দেড়গুণ প্রার্থী নিয়ে প্রাথমিক প্যানেল তৈরি করতে হবে। এই নিয়ম মানতে হল দরকার ৩০০ নির্বাচিত প্রার্থী। কিন্তু কমিশনের অভিজ্ঞতা বলছে যে আবেদন ঝাড়াই বাছাইয়ের পরে নির্দিষ্ট অনুপাতে প্যানেল তৈরি করাই মুশকিল হয়ে যাবে।

কী কারণে এই সমস্যা, তা নিয়ে চিন্তিত কমিশন নিজেও।

কমিশনের তথ্য বলছে দুহাজার এগারো সালে অধক্ষ্য পদের জন্য যে সংখ্যক আবেদন জমা পড়েছিল এবছর অবস্থাটা তার থেকে একটু ভালো হয়েছে। কিন্তু তাতেও সমস্যা মেটার সম্ভাবনা যথেষ্টই কম।

First Published: Friday, February 14, 2014, 22:06


comments powered by Disqus