Last Updated: Tuesday, April 17, 2012, 21:11
কমল সেটের পাশের হার। মঙ্গলবারই প্রকাশিত হল এবছরের কলেজ সার্ভিস কমিশনের ফল। এবছর পাশের হার ২.৬২ শতাংশ । গতবার যা ছিল ৩.৭। পাশের হার কমার পাশাপাশি এবছর অর্থনীতি, জীবন বিজ্ঞানের মতো গুরুত্বপুর্ণ বিষয়ে একজনও পরীক্ষার্থী পাশ করতে পারেননি।