Last Updated: July 23, 2013 09:52

লাদাখ সীমান্তে ভারতীয় ভূখণ্ডে চিনা অনুপ্রবেশ ঘিরে আজ বৈঠকে বসতে চলছে ভারত ও চিন।
তিন মাস আগে লাদাখের ডেপসাং ভ্যালিতে ভারতীয় সীমান্তের ১৯ কিলোমিটার অভ্যন্তরে টানা ২১ দিন ঘাঁটি গেরেছিল চিনা সেনা বাহিনী। দুই দেশের মধ্যে দীর্ঘ আলোচনায় ঠিক হয় ১৫ এপ্রিল আগে দুই দেশের সেনার এলওসি বরাবর যে অবস্থান ছিল তাই বজায় রাখবে উভয় দেশের সেনাবাহিনী।
কিন্তু চুক্তি ভেঙে ডেসপাং ভ্যালিতে একই অঞ্চলে গত সপ্তাহে ফের ঢুকে পড়ে তারা। ভারতীয় পোস্ট থেকে মাত্র ২ কিলোমিটার দূরে দেখা যায় তাদের।
লাদাখের চুমার সেক্টরে চলতি মাসের ১৬, ১৭, ১৮ তারিখ চিনের রেড আর্মি সীমান্ত রেখা লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। এর আগে চিনা হেলিকপ্টার ভারতের আকাশ সীমাও লঙ্ঘন করে।
বর্তমান পরিস্থিতে কীভাবে এই অনুপ্রবেশ আটকানো যাবে তা নিয়েই আজ আলোচনা করবে দু`দেশ।
First Published: Tuesday, July 23, 2013, 09:52